ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল নিয়ে রুল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনস্কেল ১১ম গ্রেড কেন অবৈধ নয় এবং ১০তম গ্রেড কেন নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. মোখলেছুর রহমান।

আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া জানান,  ২০১৪ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণ করে পরিপত্র জারি করে। কিন্তু উক্ত পরিপত্রে প্রধান শিক্ষকদের বেতনস্কেল ১০তম গ্রেডের পরিবর্তে ১১তম গ্রেডে নির্ধারণ করা হয়।

পরবর্তীকালে তারা বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করলেও বেতনস্কেল পরিবর্তন করেনি। যার পরিপ্রেক্ষিতে নোয়াখালী জেলার ৪৪ প্রধান শিক্ষক রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত উপরি উক্ত রুল জারি করেন।



রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৮/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়