ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘খালেদার জামিন ঠেকাতে সরকার-দুদক একাকার’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খালেদার জামিন ঠেকাতে সরকার-দুদক একাকার’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ঠেকাতে সরকার ও দুদক একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদার আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, তারা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারা জামিন আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। বেগম খালেদা জিয়াকে দীর্ঘসময় কারাগারে রাখার জন্যই জামিনের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি কক্ষের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল যা বলেছেন তার সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য।  বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে যেভাবে তার শুনানি করার কথা সেরকম শুনানি তিনি করেননি। আমাদের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল এভাবে কথা বলতে পারেন না।

জয়নুল আবেদীন আরো বলেন, আমরা আদালতকে বলেছি একটি টাকাও বেগম জিয়া আত্মসাৎ করেননি। ৬ কোটি টাকা এখনো ব্যাংকে জমা রয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়