ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এরশাদের সঙ্গে মাটি ও মানুষের সম্পর্ক: হাওলাদার

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদের সঙ্গে মাটি ও মানুষের সম্পর্ক: হাওলাদার

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, পার্টির চেয়ারম্যান হোসাইন মুহম্মদ এরশাদ দেশের পরীক্ষিত নেতা। সাবেক রাষ্ট্রপতি হিসেবেও সবচেয়ে বেশি সফল। এদেশের মাটি ও সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার চেষ্টা চলছে।

২৪ মার্চ জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীর বনানী কার্যালয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ‘দলের মধ্যে কোন বিভেদ নেই, পল্লীবন্ধুর নেতৃত্বে আমরা সবাই এখন ঐক্যবদ্ধ। দেশ ও জনগণের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে আমরা ক্ষমতায় যাবো। লাঙ্গলের ফলা দিয়ে আমরাই সোনার ফসল ফলাবো।’

তিনি বলেন, ‘২৪ মার্চ মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করতে হবে। আশা করি গাজীপুর মহানগর এ ব্যাপারে অগ্রণী ভুমিকা পালন করবে।’

নাসিরনগর ও সুন্দরগঞ্জে উপ-নির্বাচনের ভোটে ‍পুলিশ ও সরকারি দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কারচুপিতে সহায়তা করার অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি নাসিরনগরে পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের ভুমিকায় নৌকায় নিজেরাই সিল মেরেছে। লাঙলের লোকজনকে ভোট দিতে দেওয়া হয়নি। অন্যদিকে সুন্দরগঞ্জে যুবলীগের সাধারণ সম্পাদক ব্যালট পেপারসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আমাদের বিজয় কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। সুষ্ঠু নির্বাচন হলে দুটি উপ নির্বাচনেই আমরা জয়ী হবো।

গাজীপুর মহানগর সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন মিয়া, মো. সফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা রেজাউল ইসলাম ভুইয়া।

সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, সুমন আশরাফ, নিজাম উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন, ফজলে এলাহী সোহাগ, এস এম আল জুবায়ের, হারুন অর রশিদ, রোকসানা, ইসমাইল হোসেন, তসলিম উদ্দিন, আব্দুস সোবহান, আবু তাহের, শফিকুল আলম শফিক, সালাম মোল্লা, ফারুক প্রধান, আল আমিন মুন্না, জাকির হোসেন উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়