ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘অন্ধকার ১ মিনিটে নিশ্ছিদ্র নিরাপত্তা’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অন্ধকার ১ মিনিটে নিশ্ছিদ্র নিরাপত্তা’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘২৫ মার্চ ১ মিনিট “ব্লাক আউট” নাইটে নাশকতা রোধে প্রস্তুত থাকবে পুলিশ। এজন্য এ সময়টায় পরিকল্পিত নিরাপত্তা নেওয়া হবে।’

বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবসের নিরাপত্তা সভায় তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, ‘এদিন জাতীয় গ্রিডের লাইন বন্ধ না করে যার যার অবস্থান থেকে নিজেদের নিয়ন্ত্রিত ইলেক্ট্রিক সুইচ ১ মিনিট বন্ধ করে দেবেন। দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে ১ মিনিট অন্ধাকারাছন্ন সময়ে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের নাশকতা যেন করতে না পারে সেজন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থা প্রস্তুত রয়েছে।’

সভায় কমিশনার ছাড়াও ডিএমপি ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়