ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বেচ্ছাসেবক দলের সভাপতি কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বেচ্ছাসেবক দলের সভাপতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. রায়হান উল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে চলতি মাসের ৭ মার্চ এ মামলায় শফিউল বারী বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের ফটকের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে শফিউল বারীসহ কয়েকজনকে আটক করে পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়