ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কদমতলীতে ‘বন্দুকযুদ্ধে’ আহত ৪

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৭, ১৭ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কদমতলীতে ‘বন্দুকযুদ্ধে’ আহত ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রশিদ (৪০) নামে এক ডাকাত সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ ও একজন আনসার সদস্য রয়েছেন।

শনিবার ভোরে ওয়াসা-পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য আহত ডাকাত সদস্য রশিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুই পুলিশ ও এক আনসার সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

কদমতলী থানার ওসি আবদুল জলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াসা পুকুর এলাকায় ১২ থেকে ১৫ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। ওই সময় পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে ও ককটেল ছুড়ে মারে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সদস্য রশিদ গুলিবিদ্ধ হয়। এ সময় রশিদসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১০টি তাজা ককটেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ রশিদ ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি বলে জানান আব্দুল জলিল।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৮/নূর/বুলবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়