ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘জামিন দেওয়া ঠিক হবে না’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জামিন দেওয়া ঠিক হবে না’

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমরা আদালতে বলেছি, হাইকোর্ট যে যুক্তিতে খালেদা জিয়াকে জামিন দিয়েছেন সেটা সঠিক হয়নি। খালেদা জিয়ার বয়স এবং সামাজিক মর্যাদার যে বিষয়গুলো হাইকোর্ট বিবেচনায় নিয়েছেন সে বিষয়ে আমরা বলেছি, তাকে ১০ বছরই সাজা দেওয়ার কথা। কিন্তু বয়স, সামাজিক মযার্দা বিবেচনা করেই নিম্ন আদালত তাকে পাঁচ বছর সাজা দিয়েছেন। সেই একই বিবেচনা করে হাইকোর্ট তাকে জামিন দিতে পারেন না।’

সবচেয়ে বড় কথা হলো, রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা দুর্নীতির সঙ্গে জড়িত হন আদালত কঠোরভাবে তার বিচার করেন। বিভিন্ন দেশে দেখা গেছে যে, রাষ্ট্রনায়করা দেশ থেকেই পালিয়ে গেছেন দণ্ডের ভয়ে বা দণ্ড এড়ানোর জন্য। এখানে যে পাঁচ বছর সাজা দেওয়া হয়েছে, এই পাঁচ বছরের মধ্যে মাত্র দুই মাস-আড়াই মাস গেছে। অন্য একজন হুসেইন মুহাম্মদ এরশাদ তারও পাঁচ বছর সাজা হয়েছিল। তাকে সাড়ে তিন বছর সাজা ভোগ করতে হয়েছে। যেখানে এতিমদের অর্থ আত্মসাৎ হয়ে যাবে সেখানে জামিন দেওয়া সঠিক হবে না।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা আদালতে বারবার বলেছি আপিলটার শুনানি হোক। চার মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আমি বলেছি, প্রয়োজনে আরো সংক্ষিপ্ত সময় সময় বেঁধে দেওয়া হোক আপিলের পেপারবুক তৈরি করার জন্য। তারপরও আপিল শুনানি করে উনি যদি মুক্ত হতে পারেন ভালো কথা।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, আপিলটা শুনানি হোক। যা হয় নির্ধারিত হবে আদালতের মাধ্যমে। আড়াই মাস জেলে আছেন বাকি দুই-তিন মাসের মধ্যে আপিল শুনানি হয়ে যাবে। এসব যুক্তি তুলে ধরে আমরা তার জামিন স্থগিত চেয়েছি।’

অপরদিকে খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আদালতে আমরা অনেকগুলো সিদ্ধান্ত বিশ্লেষণ করে বলেছি, এ অবস্থায় উপমহাদেশে এবং আমাদের দেশে যতগুলো সিদ্ধান্ত আছে সে সিদ্ধান্ত মোতাবেক হাইকোর্ট বিভাগ যদি কোনো জামিন আবেদন গ্রহণ করেন এবং জামিন দেন এবং সেখানে যদি কারণ উল্লেখ করে জামিন দিয়ে থাকেন সেক্ষেত্রে সাধারণত আপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করেন না।’

‘আমরা বলেছি, সরকার ও দুদক একত্রিত হয়ে যে বক্তব্য উপস্থাপন করেছে সেগুলো সবই মামলার মূল বিষয়বস্তু নিয়ে। তার আইনগত ভিত্তি কোনো ভিত্তি নেই। আমরা এ সংক্রান্ত উপমহাদেশের অনেকগুলো সিদ্ধান্ত দেখিয়েছি। এসব সিদ্ধান্তে আছে হাইকোর্ট যদি জামিন দেন সেক্ষেত্রে আপিল বিভাগ মেরিটে যাবে না। শুধু যে যে ক্ষেত্রে জামিন দিয়েছেন হাইকোর্ট, সেগুলো যথাযথ হয়েছে কি না, সেটা দেখার এখতিয়ার আপিল বিভাগের।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, আইনগত যে দিকগুলো আমরা আদালতে তুলে ধরেছি ইনশা আল্লাহ সবই আমাদের পক্ষে। দুদক-রাষ্ট্রপক্ষ এর কোনো কনট্রোভার্ট করতে পারেনি। ফলে আমরা আশা করি হাইকোর্ট যে জামিন দিয়েছেন সেটি বহাল রাখবেন আপিল বিভাগ।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়