ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দূষিত পানি বাজারজাত : ৯ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে শাস্তি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দূষিত পানি বাজারজাত : ৯ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে শাস্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে খাবার পানি পরিশোধন না করে বাজারজাত করায় পাঁচ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাজধানীর পল্টন এলাকায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালায় র‍্যাব-৩। অভিযানে সহযোগিতা করে বিএসটিআই।

সারোয়ার আলম জানান, অভিযানে অপরিশোধিত ৪ হাজার ২০০ পানির জার ধ্বংস এবং দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া অপরিশোধিত খাবার পানি বাজারজাত করার দায়ে আদালত পাঁচ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়