ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে প্রতিবেদন ১৮ এপ্রিল

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে প্রতিবেদন ১৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানকালে গুলি ছোড়ার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় দুই ছাত্রলীগ নেতাসহ অপর আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।

সোমবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ তা দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই সময় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় শাহবাগ থানার এসআই মো. আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। একই ঘটনায় এক হকার বাদী হয়ে ওই দুই ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় পৃথক আরেকটি মামলা করেন। দুই মামলায় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানকে আসামি করা হয়। তারা এখন জামিনে আছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়