ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাংবাদিক সুমন হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক সুমন হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ীর চাঞ্চল্যকর সাংবাদিক সুমন শিকদার হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সুমন ইসলামিক নিউজ অনলাইন এর সম্পাদক ছিলেন।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন বলেন, ‘রোববার রাতে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মো. ফয়সাল আহমেদ ও মো. জহিরুল ইসলাম জনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় নিহত সুমনের ব্যবহৃত কম্পিউটার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।’

আবদুল বাতেন বলেন, ‘সুমনসহ গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সিএনজি গাড়ি থেকে ভুয়া ইলেকট্রনিক মিডিয়ার ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। সুমন ফয়সালকে নিউজ পোর্টাল করে অনেক টাকা আয় করা যাবে, মর্মে প্রলোভন দেখায়। এ লোভে পড়ে ফয়সাল তার একটা টিনশেড বাড়ি, মোটরসাইকেল ও ক্যামেরা বিক্রি করে। সুমন কৌশলে ফয়সালের বাড়ি বিক্রির টাকা আত্মসাৎ করে। এ কারণে ফয়সাল সুমনের ওপর ক্ষিপ্ত হয়। এরপর থেকেই ফয়সাল তাকে হত্যার পরিকল্পনা করে। ৭ মার্চ সকালের দিকে ফয়সাল ও জনি সুমনের ইসলামিক নিউজ অফিসে যায়। একত্রে নাস্তা করার পর ফয়সাল সুমনের কফিতে কৌশলে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর সুমন রুমে থাকা সোফাতে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে ফয়সাল ও জনি রুমের বারান্দায় থাকা দড়ি দিয়ে সুমনের হাত-পা বেঁধে গলা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।’

উল্লেখ্য, গত ৯ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর যাত্রাবাড়ীর ৩১নং শহীদ ফারুক রোডের একটি তৃতীয় তলা ভবর থেকে সুমনের লাশ উদ্ধার করে পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়