ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খালেদা জিয়ার সাজা বাড়াতে রোববারের মধ্যে দুদকের আপিল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়ার সাজা বাড়াতে রোববারের মধ্যে দুদকের আপিল

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় খালেদা জিয়ার সাজা বাড়াতে আগামী রোববারের মধ্যে হাইকোর্টে আপিল করবে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

বুধবার সকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আমাদের আপিল প্রস্তুত হয়েছে। আশা করছি রোববারের মধ্যে আপিল দায়ের হবে।

এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালাত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। তবে মামলার অপর আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়া ওই মামলায় মূল অপরাধী। কিন্তু অন্য আসামিদের তুলনায় তার কম সাজা হওয়ায় দুদক সাজা বাড়াতে আপিল  করার সিদ্ধান্ত নিয়েছে। 




রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়