ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মাজেদ ভাটের পক্ষে যুক্তি উপস্থাপন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাজেদ ভাটের পক্ষে যুক্তি উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে থাকা আসামি মাজেদ ভাটের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছেন তার আইনজীবীরা।

বুধবার রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে মাজেদ ভাটের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী পারভেজ হোসেন ও আব্দুর রশীদ মোল্লা। তবে এদিন তা শেষ হয়নি। আদালত আগামীকাল বৃহস্পতিবার মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করেছেন।

এর আগে এদিন আসামি মাওলানা আবদুর রউফের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী মো. জসিম উদ্দিন।

মামলার বাদী পক্ষের আইনজীবী আমিনুর রহমান এসব তথ্য জানান।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান কোঁসুলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি মো. আবু আব্দুলাহ ভূঞা, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, অ্যাডভোকেট  ফারহানা রেজা, অ্যাডভোকেট মো. আমিনুর রহমান, অ্যাডভোকেট আবুল হাসনাত, আশরাফ হোসেন তিতাস প্রমুখ। অপরদিকে আসামিপক্ষে আবদুস সোবহান তরফদারসহ বিভিন্ন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলায় গত ১ জানুয়ারি মামলার সব আসামিদের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দাবি করে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক পেশ শেষ করে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়