ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, অননুমোদিত এজেন্ট থেকে ওষুধ ক্রয় এবং নকল ওষুধ ব্যবহারের অভিযোগে বেসরকারি ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার ওই হাসপাতালে অভিযানকালে এ জরিমানা করা হয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্কও করা হয়।

অভিযান শেষে বুধবার দুপুরে ওই হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘হাসপাতালটির মাইক্রোবায়োলজি ল্যাব, হিস্টোপ্যাথলজি ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব, হেমাটোলজি ল্যাবসহ সব ল্যাবে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও উপকরণ পরীক্ষা করা হয়। এখানে যেসব রি-এজেন্ট ব্যবহার করা হয় সেগুলোর মেয়াদ দুই থেকে চার বছর আগেই শেষ হয়েছে। এগুলো দিয়ে টেস্ট করা হলে সঠিক রিপোর্ট আসে না। সঠিক রিপোর্ট না পাওয়ায় অনেক সময় চিকিৎসক সঠিক রোগ নির্ণয়ও করতে পারেন না। পরবর্তীতে সঠিক রোগ ধরা না পড়ায় রোগীরা দেশীয় চিকিৎসার ওপর আস্থা হারাবেন। পাশাপাশি রোগীরা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগবেন। তাদের ল্যাবের রি-এজেন্টসহ যতগুলো কেমিক্যাল আছে সেগুলোর ৫০ ভাগের মেয়াদ শেষ হবে এপ্রিলে। আর প্যাথলজি ল্যাবের রেফ্রিজারেটরে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে বিভিন্ন কেমিক্যাল সংরক্ষণের কথা, কিন্তু ফ্রিজের তাপমাত্রা সঠিক নেই। কয়েক বছর ধরে যেভাবে ইউনাইটেড হাসপাতাল ওষুধ কিনছে, ওই মাধ্যম তাদের নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ করছে। যে ওষুধ সরবরাহ করে তাকে আমরা গ্রেপ্তার করেছি। মেয়াদোত্তীর্ণ ওষুধে ভুয়া কিউআর কোড এবং নতুন মেয়াদ বসিয়ে বিক্রি করেন ওই ব্যক্তি।’

সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘অস্ত্রোপচারে যে সুতা ও সুঁচ ব্যবহার হয় তার মেয়াদ মাত্র সাত দিন বাকি। সার্জিক্যাল সুতা মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এটা মানুষের শরীরে এক সময় মিশে যায়।’



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়