ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কুতুব কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কুতুব কারাগারে

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার কুতুব উদ্দিন আহমেদকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম।

অপরদিকে কুতুব উদ্দিন আহমেদের পক্ষে আইনজীবী শাহনাজ আক্তারসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে আবুল হাসান জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেপ্তার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে রোববার মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করেন।




রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়