ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এমপি আউয়ালকে তরীকতের মহাসচিব পদ থেকে অপসারণ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপি আউয়ালকে তরীকতের মহাসচিব পদ থেকে অপসারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : সংসদ সদস্য লায়ন এম এ আউয়ালকে মহাসচিবের পদ থেকে অপসারণ করেছে বাংলাদেশ তরীকত ফেডারেশন।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে তরীকতের নীতিনির্ধারণী প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।

সভায় জানানো হয়, দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে প্রেসিডিয়াম সভায় উপস্থিত সদস্যদের পরামর্শ ও সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৩০ (১) ধারায় চেয়ারম্যানকে পদত্ত ক্ষমতাবলে এম এ আউয়াল এমপিকে বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) মহাসচিব পদ হতে অপসারণ করা হয়। একই সভায় সর্বসম্মত সিদ্ধান্তে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীকে তরীকতের মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

অপসারণের বিষয়ে জানতে চাইলে এম এ আউয়াল এমপি জানান, ২৮ তারিখ দলের কাউন্সিল হওয়ার কথা। এর আগে আমাকে কি বহিষ্কার করা যায়?

তিনি আরো বলেন, এই বহিষ্কারাদেশ অগঠনতান্ত্রিক ও ষড়যন্ত্রের অংশ বিশেষ।

পরবর্তীতে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরবেন বলেও জানান এম এ আউয়াল।

প্রেসিডিয়াম সভায় দলের মহাসচিব পরিবর্তন ছাড়াও আগামী ২৮ এপ্রিল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তরীকতের জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের নীতিনির্ধারণী সভায় উপস্থিত ছিলেন তরীকতের প্রেসিডিয়াম সদস্য আলহাজ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, সৈয়দ আবু রাজ্জাক হায়দারী, আল্লামা সাইফুল ইসলাম সিদ্দিকী, সৈয়দ শাহ সূফি কামাল নূরী আল সুরেশ্বরী প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়