ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এক দশকের সেরা গার্দিওলা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 এক দশকের সেরা গার্দিওলা

ক্রীড়া ডেস্ক : কোচ হিসেবে পেশাদার ক্যারিয়ারের শুরুতে লিগ শিরোপা জেতাটাই স্বপ্নের মতো ছিল পেপ গার্দিওলার।

তবে বার্সেলোনার হয়ে ট্রেবলসহ সফল একটি অধ্যায় শেষের পর আর পিছু তাকাতে হয়নি তাকে। গত এক দশকে তিনিই এখন বিশ্বের ক্লাব ফুটবলের সেরা কোচ।

বার্সেলোনা অধ্যায় শেষ করে বায়ার্ন মিউনিখে পা রাখেন গার্দিওলা। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা না জিতলেও লিগ শিরোপাসহ বেশ কিছু টুর্নামেন্টের শিরোপা জিতে নিজের সেরাটা জানান দিয়ে এসেছেন স্প্যানিশ এ কোচ। বর্তমানে তার অধীনে শিরোপা ঘরে তোলার অপেক্ষায় রয়েছে ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি।

২০০৮ সালে বার্সেলোনার কোচ হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেন গার্দিওলা। এরপর থেকে বার্সা, বায়ার্ন ও বর্তমান ম্যানচেস্টার সিটির হয়ে মোট ২৩টি শিরোপা জিতেছেন গার্দিওলা।গত এক দশক শিরোপা জয়ের দিক থিকে এই কোচের আশেপাশেও কেউ নেই।

গত এক দশকে শিরোপা জয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বোর্ডেক্স ও পিএসজিতে দায়িত্ব পালন করা লরেন্ট ব্লাঁ। তার শিরোপার সংখ্যা মোট ১৫টি। আর গত এক দশকে চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যানইউর মতো ক্লাব কোচিং করিয়ে হোসে মরিনহো শিরোপা জিতেছেন ১৩টি।




রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়