ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মঙ্গলবার ৯ জেলার নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঙ্গলবার ৯ জেলার নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী মঙ্গলবার খুলনা, চট্টগ্রাম, যশোরসহ দেশের ৯ জেলার নির্বাচনী এলাকায় সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

রোববার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৫ মে খুলনা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ওই দিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।’

১৫ মে খুলনা সিটি করপোরেশন ছাড়াও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, চাঁদপুর জেলার দ্বাদশগ্রাম ইউপি নির্বাচন, বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচন,  ভোলার মুজিবনগর ইউপি নির্বাচন, ঝালকাঠি জেলার পোনাবালিয়া ইউপি নির্বাচন, যশোরের হরিহরনগর ইউপি নির্বাচন, গাইবান্ধার ফজলুপুর ইউপি নির্বাচন, মুন্সীগঞ্জ জেলার পাঁচগাওয়ে ইউপি নির্বাচন হবে।

বাংলাদেশ ব্যাংকের পৃথক একটি প্রজ্ঞাপনে, ১৫ মে নির্বাচনী এলাকায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক শাখাসহ সব শাখা বন্ধ রাখার কথা বলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়