ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্লাব ক্রিকেটে খেলবেন ওয়ার্নার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লাব ক্রিকেটে খেলবেন ওয়ার্নার

ক্রিকেটে ফিরছেন ডেভিড ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক : বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের জন্য নিষিদ্ধ ডেভিড ওয়ার্নার ক্রিকেটে ফিরছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন সহ-অধিনায়ক সিডনির ক্লাব র‍্যান্ডউইক পিটারসেমের হয়ে খেলবেন।

৩১ বছর বয়সি এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার রাজ্য দলের হয়ে নিষিদ্ধ থাকলেও ক্লাব ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই।

সিডনি প্রিমিয়ার ক্রিকেট মৌসুমের জন্য ওয়ার্নারকে দলে নিয়েছে র‍্যান্ডউইক। মৌসুমের প্রথম চার ম্যাচের কমপক্ষে তিনটি তিনি খেলবেন বলে জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট মাইক হুইটনি।

ওয়ার্নারকে দলে পেয়ে উচ্ছ্বসিত হুইটনি বলেছেন, ‘তাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটার।’

ওয়ার্নার র‍্যান্ডউইকের প্রাক-মৌসুম অনুশীলনেও থাকবেন এবং ক্লাবের তরুণদের সঙ্গে কাজ করবেন।

গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ওয়ার্নার ও তখনকার অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সেই ঘটনায় ৯ মাস নিষিদ্ধ হওয়া আরেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট এরই মধ্যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলার অনুমতি পেয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়