ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বকশীগঞ্জে ৩৩ বস্তা ভিজিএফ চালসহ আটক ১

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বকশীগঞ্জে ৩৩ বস্তা ভিজিএফ চালসহ আটক ১

জামালপুর সংবাদদাতা : বকশীগঞ্জে ৩৩ বস্তা ভিজিএফ চালসহ মালেক (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। মালেক নিলক্ষিয়া পশ্চিমপাড়া গ্রামের আসান আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। চাল বিতরণে কোনোপ্রকার অনিয়ম হয় কিনা পরিদর্শনে যান ইউএনও আবু হাসান সিদ্দিক। সেখানে ভিজিএফ চাল কেনার অভিযোগে মালেককে আটক করে। এ সময় ৩৩ বস্তা চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে ইউএনও আবু হাসান সিদ্দিক জানান, পবিত্র ঈদ উপলক্ষে সরকার গরিব অসহায়দের জন্য ভিজিএফের ব্যবস্থা করেছে। ভিজিএফ চাল ক্রয় ও বিক্রয় দুটোই সমান অপরাধ। যে কোনো ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ যদি কেউ ভিজিএফ চাল বিক্রি বা ক্রয়ের সঙ্গে সম্পৃক্ত থাকে তাদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভিজিএফের সরকারি চাল কেনার অভিযোগে মালেকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

 

 

রাইজিংবিডি/জামালপুর/১২ জুন ২০১৮/সেলিম আব্বাস/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়