ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রিমান্ড শেষে কারাগারে রনি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ১৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিমান্ড শেষে কারাগারে রনি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলেজগেট এলাকায় প্রাইভেটকারে তুলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাহমুদুল হক ওরফে রনিকে (৩২) রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার তিনদিনের রিমান্ড শেষে রনিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মিনহাজ উদ্দিন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে এদিন রনির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেননি।

গত ১১ জুন রনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ৯ জুন রাতে দুই তরুণী কলেজগেট এলাকায় মাহমুদুল হকের গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ওই সময় গাড়ি চালাচ্ছিলেন মাহমুদুলের ব্যক্তিগত গাড়িচালক। কিছুদূর যাওয়ার পর এক তরুণীকে শিশুমেলা এলাকায় নামিয়ে দেওয়া হয়। গাড়িতে থাকা আরেকজনকে ধর্ষণ করেন মাহমুদুল। একপর্যায়ে ঘটনা টের পেয়ে রাস্তায় থাকা লোকজন গাড়ি থামিয়ে চালক ও মাহমুদুলকে পিটুনি দেয়। পিটুনির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থাকা লোকজন মাহমুদুলের গাড়ি আটক করে। এ সময় চালক ও মাহমুদুলকে পিটুনি দেওয়া হচ্ছিল।

জানা গেছে, মাহমুদুল ধানমন্ডি এলাকার বাসিন্দা। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

ধর্ষণের অভিযোগে ওই তরুণী শেরেবাংলা নগর থানায় ১০ জুন বিকেলে মামলা করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়