ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুবদল নেতা টুকু তিন দিনের রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুবদল নেতা টুকু তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালত রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুহম্মদ সাইফুল ইসলাম খান গত ১২ জুন সাত দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু ওই দিন মামলার কেস ডকেট না থাকায় আদালত আজ ২০ জুন রিমান্ড শুনানির তারিখ ধার্য করে টুকুকে কারাগারে পাঠান। শুনানিকালে টুকুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত, আসামিকে জিজ্ঞাসাবাদ ও পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহসহ আলামত উদ্ধার ও অভিযান পরিচালনার জন্য টুকুর রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সানাউল্লাহ মিয়া, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন প্রমুখ আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

সুলতান সালাহউদ্দিন টুকুর আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

মামলায় বলা হয়, গত ৬ মার্চ দুপুর ১২টায় বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে প্রেসক্লাব থেকে বের হতে চেষ্টা করে। ওই সময় বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে, পুলিশের কাজে বাধা দেয় ও গাড়ি ভাঙচুর করে।

ওই ঘটনায় শাহবাগ থানার এসআই সুজন কুমার রায় বাদী হয়ে ওই ‍দিন রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত, গত ১২ জুন রাতে টুকুকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়