ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : শান্তিনগরে দুদকের অভিযান

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নকশাবহির্ভূত ভবন নির্মাণ : শান্তিনগরে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাস্তা দখল ও নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

রোববার দুদকের অভিযোগকেন্দ্র ১০৬ এ অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে শান্তিনগর বাজার রোডের ১৩/১৭ নং গ্রিন ল্যান্ড প্লাজা নামীয় আট তলা  বাণিজ্যিক ও আবাসিক ভবনে অভিযান চালায় সংস্থাটি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, অভিযোগ ছিল ভবনটি নির্মাণে রাজউক আইন লঙ্ঘন করে রাস্তার ৮ ফুট দখল করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক সেলিনা আক্তার মনির নেতৃত্বে আট সদস্যের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ভবনের মূল নকশায় ৫ তলা ভবন নির্মাণের কাগজপত্রের সন্ধান পান। কিন্তু সংশোধিত নকশা, যাতে ৮ তলা নির্মাণের অনুমতি আছে, বাড়ির মালিক সেই নকশা দেখাতে ব্যর্থ হন।

এ বিষয়ে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সর্বশেষ নকশার সমর্থনে নথিটি এখনো পাওয়া যাচ্ছে না। অভিযান শেষে দুদকের এনফোর্সমেন্ট টিম ধারণা করছে, রাজউকের অবহেলা অথবা অনৈতিক লেনদেনের মাধ্যমে পরস্পর যোগসাজশে নকশাবহির্ভূতভাবে ভবনটি নির্মিত হয়েছে।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট টিমের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ভবন নির্মাণে দুর্নীতির কারণে  ঢাকা শহর বাসযোগ্যতা হারাচ্ছে। পরিকল্পিত নগরায়নে দুদক যথাযথ ভূমিকা পালন করবে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়