ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

থাই গুহায় আটকা পড়া ফুটবল দলের সব সদস্য উদ্ধার

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাই গুহায় আটকা পড়া ফুটবল দলের সব সদস্য উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে থাইল্যান্ডের গুহায় আটকা পড়া কিশোর ফুটবল দলের সব সদস্য ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি জানিয়েছে, উদ্ধার অভিযানের তৃতীয় দিন মঙ্গলবার চার কিশোর ও তাদের কোচকে গুহা থেকে বাইরে বের করে নিয়ে আসেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এর আগে রোববার প্রথমে চার কিশোর ও দ্বিতীয় দিন সোমবার চার কিশোরকে গুহা থেকে উদ্ধার করা হয়।



গত ২৩ জুন থাইল্যান্ডের স্থানীয় ফুটবল দল উইল্ড বোরের ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ সদস্য ও তাদের ২৫ বছরের  কোচ চিয়াং রাই প্রদেশের থ্যাম লুয়াং গুহায় প্রবেশের পর আটকা পড়ে।

তিনদিনের শ্বাসরুদ্ধকর অভিযানে একে একে সবাইকে বের করে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে থাই নেভি সিল।

গুহায় আটকা পড়া ফুটবল দলের সদস্যদের বয়স বয়স ১১ থেকে ১৬ বছর এবং কোচের বয়স ২৫। দীর্ঘ প্রায় চার কিলোমিটার সংকীর্ণ ও উঁচু-নিচু জলমগ্ন পথ পাড়ি দিয়ে তাদের উদ্ধার করা হয়।

প্রথমে কর্তৃপক্ষ জানায়, গুহার মধ্যে বন্যার পানি ঢুকে পড়ায় ও বৃষ্টির কারণে তাদের উদ্ধার করা সময়সাপেক্ষ ব্যাপার। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।



কিন্তু গত রোববার আকষ্মিক বন্যার পানি কিছুটা কমে যাওয়া এবং বর্ষণ বন্ধ হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ কিশোরদের উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করে।

প্রথম দফায় রোববার চারজন, সোমবার আরো চারজন এবং সবশেষ মঙ্গলবার কোচসহ বাকী সদস্যদের বাইরে বের করে আনা হয়। উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা থাই নেভি সিল জানিয়েছে, গুহায় আটকা সকলকে উদ্ধার করা হয়েছে।

গত দুই দিনের মতো মঙ্গলবারও উদ্ধারকৃতদের সবাইকেই হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 



রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৮/সাইফ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়