ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিজিপির ৯ সদস্যের খুলনা অঞ্চল সফর

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ১১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিপির ৯ সদস্যের খুলনা অঞ্চল সফর

নিজস্ব প্রতিবেদক, খুলনা : মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) নয় সদস্যর একটি প্রতিনিধি দল খুলনা অঞ্চল সফর করছে।

দলটি যশোর হয়ে মঙ্গলবার খুলনায় পৌঁছে। এর আগে ৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিত মিয়ানমার সীমান্ত বাহিনী ও বিজিবির বার্ষিক সীমান্ত সম্মেলনে যোগ দেয় দলটি।

প্রতিনিধি দলের নয় সদস্য মঙ্গলবার বেলা ১১টায় যশোর পৌঁছান। তারা বেনাপোলে বিজিবির সীমান্ত এলাকা ও আইসিটি সেন্টার পরিদর্শন করেন। বিজিবি খুলনা সেক্টরের সমন্বয়কারী মেজর আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর আব্দুল হান্নান জানান, মিয়ানমার প্রতিনিধি দলটি খুলনার সিটি ইন হোটেলে মঙ্গলবার রাত্রী যাপন করে। বুধবার সকালে প্রতিনিধি দলটি বাগেরহাটের মোংলায় বিজিবির কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এবং বিকেলে যশোর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

এর আগে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের নয় সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন ও বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে বিজিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয় করেন। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাইও থান। বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আল মামুন প্রতিনিধি দলটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৬৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (ভারপ্রাপ্ত) মেজর রাভি ভুষণ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেছা জানান।




রাইজিংবিডি/খুলনা/১১ জুলাই ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়