ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নতুন অর্থবছরে নারায়ণগঞ্জ সিটিতে ৭১৫ কোটি টাকার বাজেট

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন অর্থবছরে নারায়ণগঞ্জ সিটিতে ৭১৫ কোটি টাকার বাজেট

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২০১৮ -২০১৯ অর্থ বছরের জন্য ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বুধবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয় প্রাঙ্গনে নতুন অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণার পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  জনতার মুখোমুখি হন সিটি কর্পোরেশন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা হাসান ভিবা প্রমুখ।

পরে অনুষ্ঠানে উপস্থিত নগরবাসী ও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মেয়র আইভী। এ সময় তারা বাজেটে পানি, রাস্তা, চিকিৎসা, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে মেয়রকে প্রশ্ন করেন।  মেয়র আইভী তাদের প্রশ্নের উত্তর দেন।

 

 

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৯ জুলাই ২০১৮/হাসান উল রাকিব/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়