ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অভিনেত্রী নওশাবার জামিন নামঞ্জুর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিনেত্রী নওশাবার জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে গুজব ছড়ানোর মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার জামিন নামঞ্জুর করেন।

নওশাবার পক্ষে আইনজীবী এ এইচ ইমরুল কাওসার, শ্যামল কান্তি সরকার প্রমুখ আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তারা বলেন, নওশাবা কোনো দাগী আসামি নয়। রুদ্র নামের এক ব্যক্তি ফোন করে নওশাবার কাছে মিথ্যা তথ্য দেয়। যার কারণে তিনি আবেগাপ্লুত হয়ে ওই তথ্য থেকে ফেসবুক লাইভ করেন।

তারা বলেন, নওশাবা অসুস্থ, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো তিনি অসুস্থ। এ অবস্থায় তার জামিন হওয়া প্রয়োজন। আসামির জীবন রক্ষা করুন। তা না হলে আসামির একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর জামিন না দিলে নওশাবার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তারা।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন এবং জেল কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

জামিন শুনানিকালে নওশাবাকে আদালতে হাজির করা হয়।

গত ৫ আগস্ট এ আসামির চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তবে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র‌্যাব। এরপর র‌্যাব-১ বাদী হয় মামলা করে।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়