ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘তিলের নাড়ু অথবা বাবার গল্প’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তিলের নাড়ু অথবা বাবার গল্প’

বিনোদন ডেস্ক : একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি করে আরাফাত। মাস ছয়েক হলো দিবাকে বিয়ে করেছে। ছোট্ট এক রুম নিয়ে সাবলেট থাকে তারা। উঠতে বসতে প্রতিদিন আরাফাত আর দিবা ঝগড়া করে। আরাফাত প্রতিদিন দিবাকে কথা দেয় বড় দেখে একটি বাসা ভাড়া নেবে কিন্তু সেই বাসা আর কখনই ভাড়া নেওয়া হয় না।

এদিকে বাবা-মা ছাড়া দিবার একমাত্র অভিভাবক মাজেদা খালা। আরাফাতকে ডিভোর্স দিয়ে দিবাকে তার বাসায় উঠতে বলেন তিনি।  কিন্তু দিবা যায় না। এতকিছুর পরও তার ভালোবাসাকে ছাড়তে চায় না দিবা। আচমকা একদিন ছেলের বাসায় হাজির হন আরাফাতের বাবা। আসার সময় তিলের নাড়ু নিয়ে আসেন তিনি। যে তিলের নাড়ুর সঙ্গে মিশে আছে আরাফাতের ফেলে আসা শৈশব-কৈশোর। আরাফাত দিকভ্রান্ত হয়ে যায়, থমকে দাঁড়ায়।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘তিলের নাড়ু অথবা বাবার গল্প’। এটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ আলম। টেলিফিল্মের গল্পে আরাফাত চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। আর দিবা চরিত্রে দেখা যাবে ফারহানা মিলিকে। ঈদুল আজহার সপ্তম দিন রাত সাড়ে ১১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় প্রচারিত হবে টেলিফিল্মটি।




রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়