ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্ত্রের মুখে ব্যাংকের টাকা লুটের অভিযোগ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্রের মুখে ব্যাংকের টাকা লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার ব্যাংকে ডাকাতি হয়েছে। এক ডাকাত অস্ত্রের মুখে ব্যবস্থাপককে (ম্যানেজার) জিম্মি করে প্রায় ২৩ লাখ টাকা লুট করেছে।

মঙ্গলবার বিকেলে বাড্ডা থানার ওসি (অপারেশন) ইয়াসিন গাজী রাইজিংবিডিকে জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার পরপরই বাড্ডা লিংক রোডে প্রিমিয়ার ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ম্যানেজারকে পিস্তল ঠেকিয়ে অন্যদের ভল্ট রুমে ঢুকিয়ে ডাকাত ২৩ লাখ টাকা লুট করেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ করছে।

পুলিশ জানায়, ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা যায়নি। তবে আশপাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে ডাকাতকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ না থাকা তদন্ত সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়