ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তেভেজের চোখে রোনালদোর চেয়ে যেখানে আলাদা মেসি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তেভেজের চোখে রোনালদোর চেয়ে যেখানে আলাদা মেসি

ক্রীড়া ডেস্ক : ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে খেলেছেন কার্লোস তেভেজ। ওই সময় ক্রিস্টিয়ানো রোনালদোকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলার সুবাদে লিওনেল মেসিকেও জানেন ভালো করে। সতীর্থ হিসেবে খেলা তেভেজ সময়ের সেরা এই দুই তারকার পার্থক্য দেখিয়েছেন তার নিজস্ব দৃষ্টিকোন থেকে।

ম্যানেইউ, ম্যানসিটি ও জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবের হয়ে খেলার পর এখন স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে খেলছেন তেভেজ। সম্প্রতি সময়ের সেরা দুই তারকা রোনালদো ও মেসির তুলনা করতে গিয়ে তেভেজ বলেন, ‘আমি মেসিকে কখনো জিমে দেখিনি। অনুশীলনে কিভাবে তিনি বলকে থামান সেটাও দেখিনি। এটা তার জন্য খুবই স্বাভাবিক কাজ। লক্ষ্য করে দেখবেন অতীতে সে ফ্রি কিক খুব একটা নিতে চাইতো না। তবে এখন সে উপরের কোনা দিয়ে নিখুতভাব বল জালে পাঠাতে পারে।’

মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ রোনালদো সম্পর্কে বলতে গিয়ে তেভেজ বলেন, ‘ক্রিস্টিয়ানো দিনের পুরোটা সময়ই জিমে ব্যয় করেন। এটা তার কাছে ঘোরের মতো। আমরা ইউনাইটেডে থাকাকালীন ৯টার সময় অনুশীলন শুরু করতাম। তবে সেখানে ৮টা বাজেই উপস্থিত হতে হতো। আমরা তখনই গিয়ে দেখতাম সে অনুশীলন করছে। মাঝেমাঝে সাড়ে ৭টায় গিয়েও তাকে অনুশীলন করতে দেখেছি। ক্রিস্টিয়ানো সেরা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। অন্যদিকে মেসির সবকিছুই আসে প্রাকৃতিকভাবে। গ্রহের সেরা এই দুই তারকার মধ্যে এই পার্থক্য দেখতে পেয়িছি আমি। মেসি ভিন্ন ধরনের ‍ফুটবল খেলেন। সে যখন যা চায়, যেভাব চায় সেভাবে করতে পারে।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়