ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রূপালী ব‌্যাংকের ঋণ কেলেঙ্কারি : পাঁচজনের বিরুদ্ধে মামলা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রূপালী ব‌্যাংকের ঋণ কেলেঙ্কারি : পাঁচজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ৫৮ লাখ টাকা আত্মসাতের দায়ে রূপালী ব‌্যাংকের প্রাক্তন উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার রাজধানীর তেজগাঁও থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদেকর জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য‌্য রাইজিংবিডিকে এসব তথ‌্য জানিয়েছেন।

আসামিরা হলেন- রূপালী ব‌্যাংকের টিসিবি ভবন করপোরেট শাখার প্রাক্তন ডিজিএম ও ম্যানেজার এ এম ফেরদৌস সরকার, প্রাক্তন সিনিয়র অফিসার আবু সাদাত মো. সায়েম, এনডি প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি লিমিটেড ও রেইনবো ডাইংয়ের চেয়ারম‌্যান মাহমুদা জামান, এনডি গ্রুপের (এনডি প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি লিমিটেড, এনডি নীট কম্পোজিট লিমিটেড, এনডি অ্যাপারেলস লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক আহাদুজ্জামান এবং এনডি গ্রুপের পরিচালক মাসুমুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে ৫৮ লাখ ৮২ হাজার টাকা উত্তোলনপূর্বক আত্মসাত এবং আয়ের উৎস গোপন করে স্থানান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, এনডি গ্রুপভুক্ত এনডি প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি লিমিটেডের চেয়ারম্যান মাহমুদা জামান, ব্যবস্থাপনা পরিচালক আহাদুজ্জামান ও পরিচালক মাসুমুজ্জামান প্রতিষ্ঠানটির নামে ২০১০ সালের ২৯ জুন রূপালী ব্যাংকের, টিসিবি ভবন করপোরেট শাখায় হিসাব খোলেন। মাহমুদা জামানের একক মালিকানাধীন প্রতিষ্ঠান রেইনবো ডায়িং ও এনডি প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি লিমিটেড একটি রপ্তানি এলসি দাখিলপূর্বক কাঁচামাল হিসেবে ১৩ হাজার ৮৫২ পাউন্ড রঙিন সুতা স্থানীয়ভাবে আমদানি করার জন্য ম্যানেজার বরাবর আবেদন করেন। ওই  আবেদনের পরিপ্রেক্ষিতে সুতা সরবরাহ করা হয়েছে মর্মে একটি ডেলিভারি চালান তৈরি করে ২৯ লাখ ৪০ হাজার টাকা উত্তোলনপূর্বক আত্মসাত করেন। একই কায়দায় মোট তিনটি ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে আমদানি-রপ্তানি দেখিয়ে আসামিরা ৫৮ লাখ ৮২ হাজার টাকা উত্তোলনপূর্বক আত্মসাত করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়