ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাজিব রাজাক গ্রেপ্তার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাজিব রাজাক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ান এমডিবি) তহবিল থেকে ৮৫৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যক্তিগত তহবিলে স্থানান্তরে সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এমএসিসি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময়  বিকেল ৪টা ১৩ মিনিটে পুত্রাজায়াতে এমএসিসির সদর দপ্তর থেকে নাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টায় তাকে কুয়ালালামপুর আদালতে হাজির করা হবে।

এর আগে গত মে মাসে নাজিবকে গ্রেপ্তার করেছিল এমএসিসি। ওই সময় তার বিরুদ্ধে একই অভিযোগ তোলা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে ছাড়া পান।

বুধবার এমএসিসি জানিয়েছে, নাজিবের বিরুদ্ধে নাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এমএসিসির আইন অনুযায়ী গঠিত নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়