ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চোরাই গাড়ির সঙ্গে জাল কাগজ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোরাই গাড়ির সঙ্গে জাল কাগজ

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সক্রিয় রয়েছে গাড়ি চোর চক্র। তারা গাড়ি চুরি করার পর অল্প সময়ের মধ্যে সেই গাড়ির ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছে। চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, বুধবার রাতে মিরপুর, ডেমরা ও শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে গাড়ি চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, সিএনজি চালিত একটি অটোরিকশা ও ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।’

এ রকম গাড়ি কেনা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো মো. লোকমান হোসেন, মো. নিয়ামুল শরিফ, মো. শেখ জামাল, মো. আব্দুর রশিদ মৃধা, মো. রাব্বি সিকদার, মো. শাহআলম ও মো. মাহাবুব সিকদার। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি চুরি করে সেই গাড়ির জাল কাগজ তৈরি করে বিক্রি করে আসছিল। চোরাই গাড়িগুলো তারা জাল কাগজপত্রসহ বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করে দিত। বিআরটিএ-এর কর্মকর্তাদের স্বাক্ষর-সিল জালিয়াতি করে নকল কাগজপত্র তৈরিতে তারা বেশ পারদর্শী।





রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়