ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্ষতি করলে ভয়ানক পরিণতি : ইরানকে যুক্তরাষ্ট্র

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষতি করলে ভয়ানক পরিণতি : ইরানকে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র, এর জনগণ কিংবা মৈত্রীর ক্ষতি করলে ভয়ানক পরিণতি বরণ করতে হবে বলে ইরানকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

তিনি বলেন, ‘তেহরানের মোল্লাদের খুনি শাসকগোষ্ঠী যদি মিথ্যাচার, ধাপ্পাবাজি ও প্রতারণা চালিয়ে যায় তবে তাদের দৃষ্টান্তমূলক ফলাফল ভোগ করতে হবে।’

মঙ্গলবার নিউ ইয়র্কে ইরানবিরোধী এক কনফারেন্সে কথা বলার সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রাক্তন দূত বোল্টন এ কথা বলেন।

ইরানকে লক্ষ্য করে তিনি বলেন, ‘যদি আপনারা আমাদের, আমাদের মৈত্রী কিংবা অংশীদারদের প্রতি সীমা অতিক্রম করেন; আমাদের জনগণের ক্ষতি করেন তাহলে অবশ্যই ভয়ানক পরিণতি ভোগ করতে হবে। আজ আমার স্পষ্ট বার্তা শুনে রাখুন : আমরা পর্যবেক্ষণ করছি এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

বোল্টন অতীতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে নানা বিতর্ক করেছেন। মঙ্গলবার তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপে আগ্রাসী হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংসের’ অভিযোগ আনার কয়েক ঘণ্টা পর বোল্টন এ হুঁশিয়ারি দেন।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এর জবাবে বলেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে শত্রুতা প্রদর্শন করছে।

২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে বের হয়ে এসে সম্প্রতি দেশটির ওপর অবরোধ পুনরারোপ করেছে যুক্তরাষ্ট্র।

তথ্য : বিবিসি

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়