ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চিকিৎসাজনিত অবহেলার ঘটনা পর্যবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসাজনিত অবহেলার ঘটনা পর্যবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের কোনো হাসপাতালে চিকিৎসাজনিত অবহেলার ঘটনা ঘটলে তা পর্যবেক্ষণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি গঠন ও এতে বিশেষজ্ঞ চিকিৎসক, আইনজীবীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে।

রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালত চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে অপারেশনের পর ‘চোখ হারানো’ ১৭ ব্যক্তির প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আদালত ওই কমিটি গঠনের নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অমিত দাসগুপ্তের করা এক রিট আবেদনে এ রায় দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/মেহেদী/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়