ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিথ্যা অডিট রিপোর্ট দেওয়া কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিথ্যা অডিট রিপোর্ট দেওয়া কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক : জয়েন্ট স্টক কোম্পানি, ব্যাংক, আয়কর বিভাগ ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যারা ভিন্ন ভিন্ন ও মিথ্যা অডিট রিপোর্ট জমা দিয়েছে, তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান।

দুদক চেয়ারম্যান বলেন, জয়েন্ট স্টক কোম্পানি, ব্যাংক, আয়কর বিভাগ ও ক্ষেত্রমতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দাখিলকৃত একই বছরের আর্থিক বিবরণী একই অডিট ফার্মের মাধ্যমেই সম্পন্ন করতে হবে এবং আর্থিক বিবরণীটি হতে হবে অভিন্ন।

সাংবাদিকরা একই কোম্পানির একই অর্থ বছরে বিভিন্ন ফাইন্যান্সিয়াল বিবরণী বিভিন্ন সংস্থায় ব্যবহারে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি আরো বলেন, এ সকল অভিযোগে দেখা যায় কোনো কোনো প্রতিষ্ঠান একই অর্থ বছরে ব্যাংক অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যে পরিমাণ সম্পদ দেখিয়ে ফাইন্যান্সিয়াল বিবরণী জমা দিয়েছে, ঠিক একই বছরে আয়কর বিভাগে অনেক কম সম্পদ দেখিয়ে ফাইন্যান্সিয়াল বিবরণী জমা দিয়েছে।

তিনি বলেন, এ সকল অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়