ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অর্থপাচারের অভিযোগে ফারমার্স ব্যাংকের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থপাচারের অভিযোগে ফারমার্স ব্যাংকের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক : অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ফারমার্স ব্যাংকের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক সামছুল আলম। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন ব্যাংকটির প্রাক্তন এডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম শামীম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহসান চৌধুরী ও প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবু তাহের।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ফারমার্স ব্যাংক লিমিটেডের এই কর্মকর্তারা আরও কিছু কর্মকর্তার যোগসাজশে ব্যাপক অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আর ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়