ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মানবপাচারের অভিযোগ আটক ৫

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানবপাচারের অভিযোগ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : মানবপাচারের অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৩ জানায়, রোববার রাতে মতিঝিল থানার করিম চেম্বার্সের পঞ্চম তলায় অবস্থিত সাইমন এয়ার ট্রাভেলসের কার্যালয়ে অভিযান চালায় ব্যাব। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত মো. কুদ্দুস ব্যাপারী, মো. রবিউল ইসলাম, মো. জাকির হোসেন, মো. মিন্টু ও মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ জাল কাগজপত্র, ৪৮টি পাসপোর্ট, ৪৫০ ইউএস ডলার, ৪১ হাজার টাকা, ৭ লাখ ৮৭ হাজার ৬০০ ইন্দোনেশিয়ান রুপি উদ্ধার করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তারা জানান, তারা সম্প্রতি প্রতারণার মাধ্যমে অবৈধ পথে মানবপাচারের জন্য অভিনব পন্থা অবলম্বন করছে। বিদেশে গমনেচ্ছু ব্যক্তিদের প্রথমে ঢাকা থেকে বাসযোগে বেনাপোল হয়ে কলকাতায় নিয়ে যায়। কলকাতায় কয়েক দিন অবস্থান করার পরে তাদের ট্রেনযোগে উড়িষ্যায় পাঠানো হয়। উড়িষ্যা বিজু পাটনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানযোগে ইন্দোনেশিয়া নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ইন্দোনোশিয়ায় ৫/৭ দিন অবস্থান করার পর সাগর পথে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ করানো হয়।



রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়