ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মঞ্জুর হত্যা মামলায় অধিকতর প্রতিবেদন ১৭ জানুয়ারি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঞ্জুর হত্যা মামলায় অধিকতর প্রতিবেদন ১৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ পাঁচ আসামির বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৭ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য তিনি সময়ের আবেদন করেন। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় সময় মঞ্জুর করে ১৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

মামলায় এরশাদ ছাড়াও মেজর (অবসরপ্রাপ্ত) কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল লতিফ ও লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) শামসুর রহমান শামসও আসামি।

মামলাটিতে আসামি আব্দুল লতিফ ও শামসুর রহমান শামস বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এরশাদ, কাজী এমদাদুল হক ও মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া বিরুদ্ধে বিচার অনুষ্ঠিত হচ্ছে।

১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি জেনারেল মঞ্জুরের বড় ভাই ব্যারিস্টার আবুল মনসুর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৫ জুলাই তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৮/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়