ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাহজালালে নিরাপত্তাকর্মীসহ আটক ৩

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে নিরাপত্তাকর্মীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ স্বর্ণবারসহ দুজন শুল্ক প্রতারক ও একজন বিমানের নিরাপত্তাকর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার কুয়েত থেকে আগত একটি বিমান থেকে স্বর্ণ  উদ্ধারের ঘটনায় ওই তিনজনকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গত ১৬ ডিসেম্বর ১টায় কুয়েত থেকে  কেইউ-২৮৩ ফ্লাইট যোগে আগত দুজন যাত্রী বিমান সিকিউরিটির কাছে সিগারেটের দুটি প্যাকেট হস্তান্তর করার সময়ে হাতেনাতে আটক হয়। ওই প্যাকেট হতে ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পেরে বিমান অবতরণ করার পর দুই নম্বর বেল্ট হতে লাগেজ নেওয়ার পর সিগারেট প্যাকেট হস্তান্তর সময় শুল্ক গোয়েন্দা দল যাত্রী দুজনসহ বিমান সিকিউরিটিকে আটক করে। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কাস্টম এরাইভ্যাল পয়েন্টে সিগারেট প্যাকেট দুটি খুলে ১০টি স্বর্ণবার পাওয়া যায় যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম। যার মোট মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

আটককৃত আসামিদের বিমানবন্দর থানায় সোপর্দ করার পর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় শুল্ক গোয়েন্দা।




রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়