ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ড. কামালকে চ্যালেঞ্জ শেখ সেলিমের

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ড. কামালকে চ্যালেঞ্জ শেখ সেলিমের

গোপালগঞ্জ প্রতিনিধি: ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনকে চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

ড. কামালকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকতে আপনি এমপি, মন্ত্রী হয়েছেন। কিন্তু এখন নির্বাচন করেন না কেন? নির্বাচনে আসুন। আপনি দেশের যে কোন এলাকা থেকে নির্বাচন করুন না কেন, আওয়ামী লীগের যে কোন কর্মীর কাছেও আপনি জামানত হারাবেন।’

গোপালগঞ্জ সদর উপজেলার রঘনাথপুর হাইস্কুল মাঠে সোমবার বিকেলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ সেলিম বলেন, ‘ঐক্যফ্রন্ট্রের নির্বাচনী ইশতেহার দিয়েছে। ইশতেহারে বলা হয়েছে, সেনাবাহিনী ও পুলিশ বাদে সরকারী চাকরিতে বয়সসীমা থাকবে না। এটা পাগলের ইশতেহার।’

শেখ সেলিম বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে ৭১’র পরাজিত শক্তি ও বঙ্গবন্ধুর খুনিরা একত্রিত হয়েছে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে নিশ্চিন্ন করতে। এই অপশক্তি দুনীর্তি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক জিয়াকে বাঁচাতে ঐক্যফ্রন্ট করেছে। এটা কিসের ঐক্য। খুনিদের ঐক্য হয়েছে, কিন্তু, তারা জনগণের ঐক্য তৈরি করতে পারেননি। উনি তো স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে ঐক্য করে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন। উনার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন এদেশে কোন দিন পূরণ হবে না।’

তিনি আরো বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারেক জিয়াসহ পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে। ড. কামাল হোসেনরা ষড়যন্ত্র করছেন, যাতে তৃতীয় কোন শক্তি ক্ষমতায় আসতে পারে এবং খালেদা ও তারেক জিয়াকে বাঁচানো যায়। খালেদা জিয়ার তো কেবল দুইটি মামলায় সাজা হয়েছে, আরো মামলা আছে, ওই সব মামলায়ও খালেদার সাজা হবে।’

রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীবাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিটু প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

 

রাইজিংবিডি/ গোপালগঞ্জ/১৮ ডিসেম্বর ২০১৮/বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়