ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নকল মোবাইল সেট বিক্রির দায়ে সাতজনের সাজা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নকল মোবাইল সেট বিক্রির দায়ে সাতজনের সাজা

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন নামি ব্র্যান্ডের নামে নকল মোবাইল ফোন সেট তৈরি ও জ্যামার বিক্রির অপরাধে  সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে র‌্যাব-৩ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের পর থেকে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্তরা অনেকদিন ধরে নকল মোবাইল তৈরি করে নামি ব্র্যান্ডের মোবাইল হিসেবে বিক্রি করছিল। একই সঙ্গে তারা জ্যামারের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়