ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জামায়াতের দ্রুত বিচার দাবি তদন্ত সংস্থার

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামায়াতের দ্রুত বিচার দাবি তদন্ত সংস্থার

নিজস্ব প্রতিবেদক : সংগঠন হিসেবে জামায়াতের বিচার দ্রুত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান সাংবাদিকদের এ দাবি জানান। দীর্ঘদিন মামলাটি ট্রাইব্যুনালে ঝুলে থাকায় এ দাবি জানান তিনি।

২০১৪ সালের ২৭ মার্চ সংগঠন হিসেবে জামায়াতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে প্রধান করে পাঁচ সদস্যের প্রসিকিউশন প্যানেলও করা হয় কিন্তু এখন পর্যন্ত  বিচার হয়নি। এদিকে হবিগঞ্জের রাজাকার কমান্ডার মধু বাহিনীর প্রধান মধু মিয়া তালুকদারসহ ২ জনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, অপহরণ ও নির্যাতনসহ মানবতাবিরোধী ৫ অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে তিনটি ভলিয়মে ২৫০ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে বলেও জানান আব্দুল হান্নান খান।

এ সময় উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার কর্মকর্তা এম সানাউল হক।




রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৯/ মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়