ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরিবেশ অধিদপ্তরে অভিযান, ১১৪৪ ইটভাটার অনুমোদন নেই

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিবেশ অধিদপ্তরে অভিযান, ১১৪৪ ইটভাটার অনুমোদন নেই

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ ছাড়পত্র প্রদান ও নবায়নে ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়ার পরিবেশ অধিদপ্তরে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানকালে দেখা যায়, ওই কার্যালয়ের আওতাধীন মোট দুই হাজার ইটভাটার মধ্যে ১১৪৪টি ইটভাটার অনুমোদন নেই।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগের সমন্বিত জেলা কার্যালয়,  বগুড়ার উপ-পরিচালক মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক জানায়, অভিযানকালে উক্ত দপ্তরে কর্মরত ২০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র ৯ জনকে উপস্থিত পাওয়া যায়। এছাড়াও কার্যালয়ের আওতাধীন মোট দুই হাজার ইটভাটার মধ্যে ১১৪৪টি ইটভাটা অনুমোদনবিহীন পাওয়া যায়। অভিযানকালে ল্যাব টেস্টের আবেদনসমূহের মধ্যে ১৪টির রিপোর্টের মান মাত্রার বাইরে পাওয়া গেছে।

উপস্থিত ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ছাড়পত্র গ্রহণসহ অন্যান্য সেবা গ্রহণকালে ঘুষ লেনদেনের উদ্দেশ্যে সেবাপ্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে অ্যানফোর্সমেন্ট অভিযানের প্রধান   সমন্বয়ক দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, পরিবেশ ছাড়পত্র ভিত্তিক দুর্নীতির কারণে পরিবেশ সুশাসন ধ্বংস হচ্ছে। দুদক এ দুর্নীতি বন্ধে কঠোর অভিযান চালাবে। শিঘ্রই দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেওয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়