ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আরো ৬ মামলায় সোহেল গ্রেপ্তার, একটিতে রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো ৬ মামলায় সোহেল গ্রেপ্তার, একটিতে রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে রাজধানীর শাহবাগ থানার চারটি ও রমনা থানার দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে, রমনা থানার নাশকতার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এদিন শাহবাগ থানার চারটি ও রমনা থানার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

অপরদিকে, রমনা থানার নাশকতার দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এক মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করা হয়। এরপর কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেয় পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়