ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প, দু’জনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প, দু’জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চিলির উত্তর-মধ্যাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।  রোববার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩২ মিনিটে এটি আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, কোকিমবো শহর থেকে প্রায় ১৫  কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূত্বকের ৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভালপারাইসো, ও’হিগিনস  এবং রাজধানী সান্তিয়াগোর আতাকামা ও কোকুইম্বো এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

চিলির জাতীয় জরুরি সেবা দপ্তরের কর্মকর্তা রিকার্ডো টরো জানিয়েছেন, কয়েক হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সুনামির আশঙ্কা থাকায় কোকুইম্বো  ও প্রতিবেশী এলাকা উপকূলীয় সেরেনা শহর থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে কোকুইম্বোতে সুনামি প্রায় অর্ধশত লোক নিহত হয়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়