ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দলীয় সেরাটার প্রত্যাশা রংপুরের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দলীয় সেরাটার প্রত্যাশা রংপুরের

ক্রীড়া প্রতিবেদক : তারকা খেলোয়াড়ের কমতি নেই রংপুর রাইডার্স শিবিরে। ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, ডি ভিলিয়ার্স ও রাইলি রুশোর মতো টি-টোয়েন্টির মহা তারকার এখানে। তারপরও চলমান বিপিএলে ছন্দ ধরে রাখতে পারছে না দলটি।

বিপিএলের বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স। নিজেদের তারকা সমৃদ্ধ দল নিয়ে প্লে-অফে খেলার প্রত্যাশার কথা জানালেন দলটির তারকা খেলোয়াড় বেনি হাওয়েল। আগামীকাল নিজেদের অষ্টম ম্যাচে খুলনা টাইটান্সের মুখোমুখি হবে তারা। এর আগে আজ মিরপুর দলের প্লে-অফে খেলা নিয়ে কথা বলেছেন হাওয়েল।

‘অবশ্যই, আমি বিশ্বাস করি আমরা প্লে-অফে খেলতে পারব। আমরা সবকটি ম্যাচ জয়ের চেষ্টা করব। আশা করছি আমরা তৃতীয় কিংবা চতুর্থ স্থানে থাকতে পারব।’

নিজেদের শেষ সাত ম্যাচের মাত্র তিনটিতে জয় পেয়েছে রংপুর। বাকি চারটি ম্যাচে হারের জন্য নিজেদের কোনো ভুলের কথা স্বীকার করতে রাজি নন হাওয়েল।

‘সব কিছ ঠিক আছে। আমার মনে হয় কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেগুলোতে আমরা ভালো করতে পারিনি। কোনো কিছুই ভুল নয়। সব ঠিক আছে এবং আমাদের আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’

বিপিএলের এবারের আসরে এখনো নিজেকে জানান দিতে পারছেন না টি-টোয়েন্টির সেরা তারকা ক্রিস গেইল। তবে ক্যারিবীয় এ তারকার প্রতি আলাদা ফোকাস না দিয়ে দলীয় পারফরম্যান্সের প্রতি ইঙ্গিত দিলেন হাওয়েল।

‘আমরা কেবল একজনের পারফরম্যান্স নিয়ে ভাবছি না। দলের পারফরম্যান্স নিয়ে ভাবছি। আমরা জানি ক্রিস (গেইল) বড় স্কোর গড়ার জন্য এক ম্যাচ দূরে রয়েছেন এবং আশা করছি সেটা আগামীকালের ম্যাচে হবে। এবি ডি ভিলিয়ার্স এসেছেন এবং আমরা চার ব্যাটসম্যান নিয়ে খেলছি। যথা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে জয় পাওয়াটা আমাদের জন্য সুন্দর হবে। এভাবে আমরা প্লে অফে যাওয়ার চেষ্টা করব। আমি আমার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। আমি আগামীকালের ম্যাচ সম্পর্কে জানি না। তবে আমি আমার সুযোগ নিতে প্রস্তুত রয়েছি ‘



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়