ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তালেবানের হামলায় নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য নিহত

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তালেবানের হামলায় নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের হামলায় নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।

দেশটির রাজধানী কাবুলের পার্শ্ববর্তী ওয়ারদাক প্রদেশের রাজধানী মাইদান শহরে সোমবারের এ হামলা চালানো হয় একটি সামরিক ঘাঁটি ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে।

নাম প্রকাশ না করার শর্তে ওই আফগান কর্মকর্তা বলেন, ‘আমাদেরকে জানানো হয়েছে যে, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে ১২৫ জন মারা গেছেন।’

মাইদান শহর কাবুল থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। এর মধ্য দিয়ে গজনী-কাবুল মহাসড়ক গেছে।

ওয়ারদক প্রদেশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা শতাধিক।

ওই অঞ্চলের জনস্বাস্থ্য বিভাগের প্রধান সালেম আসঘেরখালি জানান, হামলায় আহত কয়েকজনকে প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের রাজধানী কাবুলে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র নাসরাত রাহিমি জানান, তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তারা ওই প্রশিক্ষণ কেন্দ্রের ফটকের সামনে গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে ফটক উড়িয়ে দিয়ে হামলার সূত্রপাত করে। এরপর হামলাকারীরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করে বোমা হামলা চালায়।

লাগোর প্রদেশে রোববার হামলায় আট নিরাপত্তা সদস্যকে হত্যার একদিন পর এই ভয়াবহ হামলা চালালো তালেবান।

তথ্য : আল জাজিরা

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়