ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি

ক্রীড়া ডেস্ক: সব প্রতিযোগিতায় এবার দারুণ খেলে আসছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি। তবে ফরাসি কাপের শেষ ষোলোতে গতকাল তৃতীয় সারির ক্লাব ভিয়েফঁসের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে থমাস টুখেলের শিষ্যদের।

ভিয়েফঁসের বিপক্ষে নির্ধারিত সময়ে সংগ্রাম করতে হয়েছে পিএসজিকে। তবে অতিরিক্ত সময়ে ইউলিয়ান ড্রাক্সলার, মুসা দিয়াবি ও এডিনসন কাভানির গোলে ৩-০ ব্যবধানে জিতে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে পিএসজি।

তৃতীয় সারির দল বলে নিয়মিত একাদশের অনেক তারকা খেলোয়াড়কে ছাড়াই শুরুতে খেলতে নামে পিএসজি। পায়ের চোটে আগে থেকেই দলের বাইরে নেইমার। সেই সঙ্গে এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেসহ বেশ কিছু তারকা ছাড়া শুরুতে লড়াই করতে দেখা গেছে পিএসজিকে।

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতেও জোরালো আক্রমণে দেখা যায়নি পার্ক দেস প্রিন্সেসের ক্লাবটিকে। ফলে ম্যাচের ৬৪তম মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়াকে বসিয়ে কিলিয়ান এমবাপেকে নামান কোচ। ৮১তম মিনিটে বদলি হিসেবে নামেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানিও। দলের সেরা এ দুই অস্ত্র নামার পরও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি পিএসজি।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গতি ফিরে পিএসজির পারফরম্যান্সে। ম্যাচের ১০২তম মিনিটে পিএসজির গোলের অপেক্ষা শেষ হয়। জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার এ সময় দলটির হয়ে প্রথম গোলের দেখা পান। ১১৩ মিনিটে এমবাপের পাস ডি-বক্সে পেয়ে গোল করেন ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবি। এর ঠিক ৬ মিনিট পর এমবাপের সহায়তায় ভিয়েফঁসের জালে শেষ গোলটি করেন উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়