ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা, গ্রেপ্তার ২

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা, গ্রেপ্তার ২

পাবনা প্রতিনিধি : চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনার ডিবি পুলিশ। তারা হলো পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামের নিহাদ মালিথা ও রিপন আলী।

আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, নিহাদ দশম শ্রেণীর ছাত্র এবং রিপন একাদশ শ্রেণীর ছাত্র। তারা বন্ধু এবং প্রতারণা সিন্ডিকেটের সদস্য। গত এক মাস আগে থেকে তারা প্রতারণার মাধ্যমে সিমকার্ড ব্যবহার করে ফেসবুক ও বিকাশ একাউন্ট তৈরি করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছে বলে পোস্ট দেয়। পরীক্ষার্থীরা পোস্ট দেখে তাদের সঙ্গে যোগাযোগ করলে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয় তারা। 

গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের একটি দল বুধবার দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/পাবনা/৭ ফেব্রুয়ারি ২০১৯/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়