ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্য আটক

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। তারা হলেন, সাইফুল আলম সাদিক ও মো. বাবুল ছৈয়াল।

শুক্রবার দুপুর দেড়টার দিকে নীলক্ষেত থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় জাল সার্টিফিকেট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিকেলে র্যাধব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান খান এসব তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ব্যবসা প্রশাসনের (বিবিএ) জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত দুটি সিপিইউসহ মনিটর, একটি কালার প্রিন্টার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা এসএসসি, এইচএসসি ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে আসছে। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদ, জাল জাতীয় পরিচয়পত্র, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্র তৈরি করেছে তারা। এ ঘটনায় নিউমার্কেট থানায় মালা করা হয়েছ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৯/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়